‘এই জয়ের ওপর আর কিছু নেই’
টেস্ট ক্রিকেটে এর আগে সাতটি জয় পেয়েছে বাংলাদেশ। পাঁচটি জিম্বাবুয়ের বিপক্ষে এবং দুটি ম্যাচে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সে হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে এই জয়, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম আরেকটু এগিয়ে বললেন, এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য।
সবচেয়ে বড় সাফল্য কি না, তা হয়তো সময়েই বলে দেবে। ক্রিকেটের অন্যতম পরাশিক্ত দল ইংল্যান্ডকে হারানো বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বিশাল প্রাপ্তি। তাও আবার তিনদিনেই এই ম্যাচ জিতেছে লাল-সবুজের দল।
তাই উচ্ছ্বসিত মুশফিক। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এর আগেও বাংলাদেশ বহু সাফল্য পেয়েছে। তবে আমার মনে হয়, ইংল্যান্ডের বিপক্ষে এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য। আমার মতে, এই জয়ের ওপর আর কিছু নেই।’
এই জয়ের পথ ধরে সামনে আরো বড় অর্জন অপেক্ষা করছে বলে জানান বাংলাদেশ অধিনায়ক, ‘এই জয় আমাদের যে আত্মবিশ্বাস এনে দিয়েছে, তা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। আমার বিশ্বাস, ভবিষ্যতে আরো বড় সাফল্য আসবে। শুধু একটি ম্যাচই জয় নয়, বড় দলগুলোর বিপক্ষে ভবিষ্যতে আমরা ভবিষ্যতে সিরিজও জিতব। সে সময় এখন এসেছে আমাদের।’
এই জয়ে মূল কৃতিত্ব বোলারদেরই দিয়েছেন মুশফিক, ‘আমাদের বোলাররা সত্যিই অসাধারণ বল করেছে। যে কারণে আমরা এই সাফল্য পেয়েছি। তাই বলে ব্যাটসম্যানরা খারাপ করেছে তা কিন্তু নয়। এই জয়ে তাদেরও অবদান কম নয়।’
ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ ১০৮ রানের বিশাল জয় পেয়েছে। এর আগে তাদের কখনোই হারাতে পারেনি লাল-সবুজের দল। তাও আবার অতিথি দলটিকে তিন দিনেই হারিয়েছে বাংলাদেশ।
মন্তব্য চালু নেই