এই চা-ওয়ালা ৬৫০ কোটির মালিক!

চা বেচেই আজ ৬৫০ কোটির মালিক সুরাটের কিশোর ভাজিওয়ালা! গত শনিবার ওই ব্যবসায়ীর দোকানে হানা দিয়ে ১২৫ কেজির রুপোর বাসনপত্র বাজেয়াপ্ত করেছেন আয়কর দফতরের কর্তারা।

আয়কর দফতরের এক কর্তা জানিয়েছেন, তল্লাশি চালাতে গিয়ে তাঁরা দেখেছেন ৬৫০ কোটি টাকার উপর সম্পত্তি রয়েছে সুরাটের উধানার ওই চা ব্যবসায়ীর। টানা ছ-দিনের অভিযানে মিলেছে ২৩ কোজি সোনা ও ৩০৭ কেজির রুপোও।

আয়কর কর্তাদের সন্দেহ, কিশোরভাইয়ের কাছে আরও প্রায় ২০ কোটির মতো টাকা রয়েছে। নগদ সেই টাকা কোথাও সরিয়ে রেখেছেন সুরাটের এই চাওয়ালা।

আয়কর কর্তাদের কাছ থেকে জানা গিয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে শনিবার তারা আচমকাই ছুটাপলে তাঁর চায়ের দোকানে হানা দেয়। কিশোরভাইয়ের ছেলের উপস্থিতিতে দোকানের কোষাগার খুলে তাঁদের চক্ষু ছানাবড়া হয়ে যায়। ছিল অনেক রুপোর বাসনকোসন, যার ওজন ১১৫ কেজি। মেলে সম্পত্তি সংক্রান্ত কাগজপত্রও। তখনই আয়কর কর্তারা খেয়াল করেন, সুরাট ছাড়াও আমেদাবাদ, মুম্বই ও আমরেলি, নভসর প্রভৃতি অঞ্চলে তাঁর ৩৫০টির মতো সম্পত্তি রয়েছে। যার বাজারমূল্য ৬৫০ কোটি।

এই বিপুল সম্পত্তির জন্য আয়কর দেওয়া হয়েছে কি না, আয়কর কর্তারা তা খতিয়ে দেখছেন।-এই সময়



মন্তব্য চালু নেই