এই কামলা ২জন, ২বস্তা সোনার গয়না পেয়েও এখন কামলাই আছে!
সব বিশ্ববিদ্যালয়ের নামকরা মেধাবীরা, মেধার শীর্ষে উঠে লেখাপড়া শেষে চাকুরীতে ঢুকে অর্থের লোভ সামলাতে পারে না। ঘুষ কমিশন আর সম্পদের পাহাড় গড়াই হয় তাদের মূল লক্ষ্য। বিসিএস এর মেধা তালিকায় প্রথম হয়েও টাকা কামাই ছাড়তে পারে না। আফসোস!!
নিচের কামলা দুইজন দুই বস্তা সোনার গয়না পেয়েও জমা দিয়েছিল কর্তৃপক্ষের কাছে। আজও তারা কামলাই আছে। নেই কোন লোভ, কোন লালসা।
দেশের সব বিশ্ববিদ্যালয়ে এই দুইজন কামলাকে অনারারী লেকচারার বা অতিথি বক্তা হিসেবে নিয়োগ দেয়া যায় কিনা তা ভেবে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। যদি কিছু শেখাতে পারেন তাঁরা আমাদের!!
মন্তব্য চালু নেই