‘নতুন ইসির অধীনে নির্বাচনে যাবে বিএনপি’
নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে অবশ্যই যাবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকেলে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কাদের এ দাবি করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে অংশ নেবে, আমি নিশ্চিত। এখানে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। অতীতের ভুল যদি তারা এবার করে তাহলে বিএনপি আরো কতটা সংকুচিত হবে তা তাদের মধ্যে, যাদের বুদ্ধি আছে তারা ভালো করেই জানেন।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে যে সার্চ কমিটি করেছেন এবং এ কমিটির সুপারিশে যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাই।’
আওয়ামী লীগ নেতা আরো বলেন, ‘রাজনৈতিক দলগুলো ১২৮ জনের নাম সুপারিশ করেছিল, তার মধ্যে থেকে নিতে হবে পাঁচজনকে। সার্চ কমিটিতে আমরা পাঁচটি নাম দিয়েছিলাম, বিএনপিও দিয়েছিল। সেখান থেকে বিএনপির একজনকে নেওয়া হয়েছে আর আওয়ামী লীগেরও একজনকে নেওয়া হয়েছে। তাহলে এখানে বৈষম্য কোথায়? অন্যান্য দলের দেওয়া নামও নেওয়া হয়েছে।’
কাদের বলেন, দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ নতুন নির্বাচন কমিশনকে এক বাক্যে অভিনন্দন জানাচ্ছে গতকাল থেকে।
বিএনপির ক্ষোভ হতাশার কারণ জানেন না বলেও মন্তব্য করেন কাদের। তিনি বলেন, ‘বিএনপি প্রধান নির্বাচন কমিশনারকে জনতার মঞ্চের সংগঠক বলছে। তাহলে কি বিএনপি জনতার বিরুদ্ধে?’
কাদের আরো বলেন, “বিএনপির একটি পুরনো অভ্যাস হলো, ‘সালিশ মানি তালগাছটা আমার’। নির্বাচন কমিশনে তাদের একজন, আমাদের একজন। বিএনপিকে এখন পুরো লিস্ট ধরিয়ে দিলেও বলতো আমরা মানি না মানবো না।”
গতকাল সোমবার সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়। এতে কমিশনার হিসেবে রয়েছেন সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই পাঁচজনের নিয়োগে অনুমোদন দেন। গতকাল রাতেই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি জানান।
এর আগে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা দেন।
বুধবার সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে।
মন্তব্য চালু নেই