ঋত্বিকের সাথে রোমান্স করতে আগ্রহী প্যারিস!

বলিউডের সুদর্শন হিরো ঋত্বিক রোশনের সাথে অ্যামেরিকান মডেল, অভিনেত্রী প্যারিস হিলটনের প্রেমের গুঞ্জনে যেন আগুন ঢালতে শুরু করেছেন জনপ্রিয় এই নায়িকা নিজেই। সারা রাত একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন তারা। শুধু তা-ই নয়, ঋত্বিকের প্রেমিকা চরিত্রে বলিউডের সিনেমাতে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সী প্যারিস।

সম্প্রতি প্যারিসের কাছের বন্ধু টুইটারে তাকে জিজ্ঞেস করেন, ‘প্যারিস, তুমি কি ঋত্বিকের পরবর্তী বলিউডের সিনেমাতে তার প্রেমিকা চরিত্রে অভিনয় করতে চাও?’ জবাবে প্যারিস লেখেন, ‘হ্যাঁ! তিনি অনেক উষ্ণ একজন মানুষ। তাই নয় কি?’

টুইটারে ঋত্বিকের অনেক প্রশংসাও করেছেন প্যারিস। লিখেছেন, ঋত্বিক সত্যিকার অর্থেই একজন ভদ্রলোক। তিনি অনেক মিষ্টি ও সুন্দর। আমরা সারারাত একসঙ্গে ঘুরে বেড়িয়েছি। আমি বলিউড সম্পর্কে অনেক কিছুই শুনেছি। সবচেয়ে রুচিশীল ও রোমান্টিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ঋত্বিক।’

প্যারিস তার টুইটার বার্তায় আরও লিখেছেন, ‘আমি আবারও ভারতে যাওয়ার জন্য মুখিয়ে আছি। সেখানকার সংস্কৃতি, মানুষ ও ফ্যাশনকে আমি অনেক পছন্দ করি। সত্যিই ভারতের কোনো তুলনা হয় না।’

সূত্র: ওয়ান ইন্ডিয়া



মন্তব্য চালু নেই