ঋতুপর্ণার যত কুসংস্কার

তথ্যপ্রযুক্তির দিক থেকে পৃথিবী এগিয়ে গেলেও মানুষের মধ্যে কুসংস্কারের বিষয়টি এখনো কাজ করে। সাধারণ মানুষের কথা বাদ দিলে তারকাও মানেন এসব কুসংস্কার!

ব্যতিক্রম নন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কুসংস্কারে নিমজ্জিত তিনিও। ক্রিকেট খেলা নিয়মিত দেখেন এই অভিনেত্রী। বিশেষ করে ভারতীয় ক্রিকেট দলের খেলা কোনোভাবেই বাদ দেন না তিনি। আর এটি ঘিরেই রয়েছে তার কুসংস্কার।

ভারতীয় একটি ম্যাগাজিনের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের খেলা দেখার সময় কুসংস্কারী হয়ে পড়েন তিনি। সদ্য শেষ হওয়া টি-২০ ওয়ার্ল্ড কাপ ক্রিকেটেও নাকি এই অভ্যেস জারি রেখেছিলেন এ অভিনেত্রী। খেলা দেখার সময় কোনো একটি জায়গায় বসলে যদি ইন্ডিয়া ভালো খেলে তাহলে নাকি ম্যাচ চলাকালীন সেই জায়গা থেকে আর নড়েন না ঋতুপর্ণা।



মন্তব্য চালু নেই