উৎসাহ উদ্দীপনায় নোয়াখালীতে বই বিতরণ উৎসব
বই হোক নিত্য সঙ্গী” শ্লোগানে শিশু-কিশোর শিক্ষার্থীদের মাঝে খুশির বারতা নিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নোয়াখালীতে বই উৎসব’২০১৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এমএ রশিদ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহনে এ বই উৎসব অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) আনোয়ার হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রাথমিক বিভাগের বই উৎসবের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস। এসময় আরো বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রব, সহকারি ভূমি কর্মকর্তা সামছুজ্জামান, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মমিন উল্লাহ বিএসসি, এমএ রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হুমায়ূন কবির প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) আনোয়ার হোসেন সিদ্দিকীর জানান, জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের ৫ লাখ ৫১ হাজার ছাত্রছাত্রীর জন্য প্রয়োজন ২৫ লাখ ৩শত ৪৪টি বই। বই উৎসবের মাধ্যমে বর্তমানে ২১ লাখ ৩৪ হাজার ৯৯৪টি বই বিতরণ করা হবে। বাকীগুলো হাতে এসে পৌঁছালে পরে বিতরণ করা হবে। জেলার উপকূলীয় চরাঞ্চলসহ সব স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে এসব বই বিতরন করা হবে। অন্যদিকে, জেলা মধ্যামিক শিক্ষা কর্মকর্তা আবদুর রব জানান, জেলার মধ্যামিক পর্যায়ে ১২টি সরকারি উচ্চ বিদ্যালয় ও ২৬৮টি বেসরকারি বিদ্যালয়ের এক লাখ ৬২ হাজার ৮৩ জন শিক্ষার্থীর জন্য ৩১ লাখ ৪৬ হাজার ৬টি বই বিতরণ করা হবে।
মন্তব্য চালু নেই