উৎসবের মধ্যমণি হবেন যেভাবে
কাজের চাপ তো থাকবেই। কিন্তু সেই জন্য কী উৎসব মৌসুমে পার্টি বন্ধ! কখনোই না। আর মাত্র দুদিন পরেই নতুন বছরকে স্বাগত জানাতে সব ‘পার্টি ভেন্যু’সেজেগুজে তৈরি। ইটস ‘পার্টি টাইম’।
পার্টি মানেই গভীর রাত অবধি জেগে থাকা, মুখে কালির ছোপ।এই ছোপের জন্য কিছু তো করতে হবে, নইলে পার্টির মধ্যমণি হবেন কী করে?
তাই প্রতিদিন সকালে একটু যত্ন চাই। তা হলে আর ঋতুর খামখেয়ালির তোয়াক্কা করতে হবে না। লেট নাইট পার্টির পরে অন্তত ৬ ঘণ্টা ঘুমাবেন। প্রচুর পানি পান করুন। তাহলে আর রাত জাগতে অসুবিধা নেই। লেট পার্টির ফলে চোখে খুব স্ট্রেস পড়ে। চোখ কালো ও ‘ডাল’দেখায়। চোখের কালো ভাব দূর করার ৫টি সহজ উপায়—
১) প্রতি রাতে আমন্ড তেল দিয়ে চোখদুটো মাসাজ করুন, আর সকালে দুধ দিয়ে তুলে ফেলুন।
২) শশার রসে ‘অ্যাসট্রিনজেন্ট প্রপার্টি’আছে। শসার রসের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে চোখে লাগান। আধঘণ্টা রেখে তুলে ফেলুন।
৩) লেট নাইটের ফলে চোখ ফুললে ও কালো দেখালে আলুর রস ও গাজরের তেল মিশিয়ে দুঘণ্টা চোখে রাখলে ফোলা ও কালোভাব দূর হবে।
৪) চোখের কালোভাব দূর করে উজ্জ্বলতা আনতে গোলাপ-পাপড়ি পেস্ট তৈরি করুন। তার পর গোলাপ তেলের সঙ্গে মিশিয়ে চোখের উপর লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পরে ধুয়ে ফেলুন।
৫) চোখের ক্লান্তিভাব দূর করতে টমেটো পেস্ট ও তার সঙ্গে পুদিনা পাতা মিশিয়ে চোখে লাগান। এক ঘণ্টা রেখে তুলে ফেলুন। ক্লান্তিভাব দূর করতে এর জুড়ি নেই।
এত সব করার সময় না থাকলে ভাল ভেষজ আন্ডারআই ক্রিম লাগান। ১ ঘণ্টা রেখে তুলে ফেলুন। চোখ উজ্জ্বল লাগবে।
পার্টিতে খুব মেক আপ করতে হয়। ফলে ত্বক শুকনো ও কালো দেখায়। সারা রাত জেগে পার্টি করলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। তাই পর্যাপ্ত ঘুম ও প্রচুর পানীয় খাওয়া দরকার। প্রতিদিন মেক আপ করলে ত্বকে মেক আপ পার্টিকলস্ ঢুকে লোমকূপ বন্ধ হয়ে যায়। ত্বক শুষ্ক হয়। সেজন্য ভাল করে ক্লিনজিং করা উচিত। তার পর যার যেমন ত্বক তেমন ময়শ্চারাইজার লাগানো উচিত। ত্বককে কালো, ক্লান্ত হওয়া থেকে বাঁচাতে ১০-টা সহজ উপায় আছে। এগুলো মানলে পার্টি করতে সমস্যা নেই। সুন্দর ও সুস্থ থাকবেন।
১) প্রথমে মুখ ভাল করে ক্লিনজিং করুন। তারপর অ্যাভকাডো জুসের সঙ্গে ওটস মিশিয়ে লাগান। ৫-৭ মিনিট রেখে ধুয়ে নিন। মুখ উজ্জ্বল হবে।
২) কোকো বাটার দিয়ে মুখ ১০ মিনিট মাসাজ করুন। মুখের ম্যাড়মেড়ে ভাব চলে যাবে।
৩) তৈলাক্ত ত্বক হলে অল্প বেসনে লেবুর রস ও মধু মিশিয়ে লাগালে কালোভাব চলে গিয়ে ত্বক চকচকে হবে।
৪) আলুর রসের সঙ্গে মিল্ক পাউডার মিশিয়ে লাগালে ত্বক থেকে ক্লান্তিভাব চলে যাবে। ত্বক সতেজ লাগবে।
৫) অ্যালোভেরা জেলের সঙ্গে টোনার দিয়ে ১০ মিনিট মাসাজ করলে ত্বক ফর্সা ও নরম হবে।
৬) অল্প ময়দা, লেবুর রস ১ চামচ, দু’চিমটে হলুদ ভালভাবে মিশিয়ে ১০ মিনিট লাগিয়ে রাখুন। ত্বক উজ্জ্বল ও ফর্সা হবে।
৭) মুখে যদি পিগমেন্টেশন থাকে তাহলে পেঁয়াজের রসের সঙ্গে একটু কোকো বাটার মিশিয়ে মাসাজ করলে ত্বকের কালো দাগ চলে যাবে।
৮) শীতে এবং উৎসবের মৌসুমে গ্ল্যামারাস থাকতে হলে ভাল ওয়াইনের সঙ্গে মধু মিশিয়ে ভাল করে মাসাজ করুন। ত্বক চকচকে হবে। সারা বডিতে মাসাজ করলে যৌবন অনেক দিন ধরে রাখতে পারবেন।
৯) টমেটো, ওটস, দই ও মধু ভাল করে মিশিয়ে মুখে ও সারা শরীরে লাগান। ১০ মিনিট রাখুন। ত্বক থেকে রাতজাগা ক্লান্তি চলে যাবে।
১০) গাজর পেস্ট, সিডার ভিনিগার, সাদা মাখন মিশিয়ে মুখে মাসাজ করুন। ত্বক হবে নরম ও ফর্সা।
মন্তব্য চালু নেই