উৎকণ্ঠায় অস্থির বিদ্যা
প্রযোজক মহেশ ভাটের সঙ্গে কাজ করার জন্য পাগল হয়ে উঠেছেন বিদ্যা বালন। বিয়ের পর ক্যারিয়ারে যেন ভাটা না পড়ে, সে উৎকণ্ঠা থেকেই তার এমন অস্থিরতা।
তিনি বর্তমানে ‘বব্বি জাসুস’ ছবির প্রমোশনাল কাজ করছেন। এর পরই শুরু হবে মহেশ ভাটের ‘হামারি আধুরি কাহানি’ ছবির কাজ।
কিন্তু তর যেন আর সইছে না। এরই মধ্যে বিদ্যা বলে দিয়েছেন, তিনি ওই ছবিতে কাজ করার জন্য খুবই উত্তেজিত। সময় যেন যেতেই চাচ্ছে না।
তিনি বলেন, ‘বব্বি জাসুসের পর সেপ্টেম্বরে হামারি আধুরি কাহানি ছবির কাজ শুরু হবে। দিন যেতে চাইছে না। কবে ভাটের সঙ্গে কাজ করব সেই অপেক্ষায় আছি। এ নিয়ে আমি খুবই উত্তেজিত।’
ছবিটি পরিচালনা করছেন মোহিত সুরি। ওই ছবিতে বিশেষ চরিত্রে থাকবেন ইমরান হাশমি ও রাজকুমার রাও।
২০০৫ সালে শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে নির্মিত পরিনীতা ছবির সফলতার পর মূলত বলিউডে পূর্ণ যাত্রা শুরু হয় বিদ্যার। জায়গা করে নেন নায়িকাদের প্রথম সারিতে। সম্প্রতি তিনি বিয়ে করেছেন। এরপর গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, তিনি সন্তানের মা হতে যাচ্ছেন। কিন্তু সব গুঞ্জন মিথ্যা করে দিয়ে তিনি আবারও ব্যস্ত হয়ে পড়েছেন বলিউডে।
মন্তব্য চালু নেই