উল্লাপাড়ায় সাবেক সংসদ সদস্যসহ বিএনপির দেড় শতাধিক নেতার নামে মামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাবেক সংসদ সদস্যসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ। সরকারী কাজে বাঁধাদান ও নাশকতার অভিযোগে উল্লাপাড়া মডেল থানার এস.আই কামরুল ইসলাম বাদী হয়ে গতকাল রাতে এই মামলাটি দায়ের করেন।
উল্লাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম.আকবর আলী, সাধারন সম্পাদক আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল সরকার, উল্লাপাড়া পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ ৮৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জন কে আসামী করে এই মামলাটি দায়ের করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই