‘উর্দুপ্রীতির কারণে শহীদ মিনারে যাবেন না খালেদা’ : হাছান মাহমুদ

শুধুমাত্র উর্দুভাষার প্রতি প্রীতির কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শহীদ মিনারে যাবেন না বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার ঘর থেকে বের হতে কোনো বাধা নেই। তিনি ম্যাট্রিক পরীক্ষায় বাংলায় ফেল করলেও উর্দুতে পাস করেছিলেন। তিনি নুরুল আমিনের মতো উর্দুতে বাংলা লেখার প্রচলন করতে চেয়েছিলেন। এ জন্যই উর্দুপ্রীতির কারণে তিনি শহীদ মিনারে যাবেন না।’

রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য অভিনেতা গোলাম মোস্তফার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশে হরতাল এখন একটি কৌতুকে পরিণত হয়েছে। এখন হরতাল মানেই গাড়ি চলবে, রাস্তায় জ্যাম থাকবে। মাঝে বিএনপি-জামায়াত দুই-একটা পেট্রোলবোমা মারবে, আর জনগণ এদের ধরে গণধোলাই দিবে।’

তিনি বলেন, ‘আমরা কয়েক দিন আগে বিশ্বের ৬৫টি দেশের রাষ্ট্রদূতসহ জাতীয় জাদুঘরে পেট্রোলবোমায় নিহতদের স্বজনদের নিয়ে বসেছিলাম। সেই অনুষ্ঠানে সবাই কেঁদেছেন। পুরো অনুষ্ঠানে শেখ হাসিনা কেঁদেছেন। শুধু কাঁদেননি খালেদা জিয়া।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া মানুষরূপী ডাইনী ও হায়েনা। এই মানুষরূপী ডাইনী ও হায়েনার কাছ থেকে দেশকে আমাদের রক্ষা করতে হবে।’

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এটিএম শামছুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন— ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, হাসিবুর রহমান মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।



মন্তব্য চালু নেই