উর্দুতে কথা বলায় সালমাকে সতর্ক করল বিসিবি
পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তোপের মুখে পড়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন। সংবাদ সম্মেলনে উর্দুতে কথা বলায় তাকে সতর্ক করে দিয়েছে বিসিবি।
পাকিস্তানের পত্রিকা দ্য এক্সপ্রেস ট্রিবিউনের সঙ্গে বিষয়টি নিশ্চিত করে কথা বলেছেন সফরে বাংলাদেশ নারী দলের টিম ম্যানেজার শফিউল হক হীরা। তিনি জানিয়েছেন, সংবাদ সম্মেলনে সালমা উর্দুতে কিছু কথা বলেছিলেন। এরপরই টিম ম্যানেজমেন্টের কাছে এ ব্যাপারে কৈফিয়ত চায় বিসিবি। তিনি বলেন, ‘আমাদের বলা হয়েছে এখানে কোনও সাক্ষাতকারে কথা বললে ইংলিশ অথবা বাংলায় কথা বলতে হবে। এমনকি দলের সঙ্গে সবসময় থাকতে আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইংরেজিতে তাদের কথা ভাষান্তরও করে দিতে বলা হয়েছে।’
পত্রিকাটি বিসিবি সূত্রে আরও জানিয়েছে ভারত ও পাকিস্তান সফরে গেলে ক্রিকেটারদের হিন্দি ও উর্দুতে কথা বলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে বিসিবির।
উল্লেখ্য, পাকিস্তান সফরে দুটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ নারী দল। ইতোমধ্যেই দুটি টি-টোয়েন্টি খেলে হেরেছে সফরকারীরা।
মন্তব্য চালু নেই