উপহার হিসেবে ব্রা কিনতে ৪টি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন

প্রিয়জনের জন্য অনেকেই বহু আকর্ষণীয় উপহার কেনার কথা চিন্তা করেন। এ তালিকায় বাদ নেই অন্তর্বাসও। আর এ জিনিসটি কিনতে কিছু সতর্কতা প্রয়োজন। এ লেখায় থাকছে তেমনই কয়েকটি বিষয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এসএমএইচ।

১. সাইজ গুরুত্বপূর্ণ বিষয়

অন্তর্বাসের ক্ষেত্রে অনুমানের কোনো স্থান নেই। আকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই সঠিক আকার ছাড়া অন্তর্বাস পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

২. বিক্রেতার সাহায্য নিন
অন্তর্বাসের আকার ও আকৃতির বিষয়ে অনেক বিক্রেতাই যথেষ্ট দক্ষ হয়। তাদের পরামর্শ নিয়ে বহু সমস্যার সমাধান করা সম্ভব।

৩. কাপড়ের গুনাগুণ
অনেকেই পলিস্টারের কাপড়ে অ্যালার্জি থাকে। তারা এ কাপড় পরতে পারেন না। এছাড়া সিল্ক কাপড়েও কারো সমস্যা থাকতে পারে। তাই কেনার আগে বিষয়গুলো জেনে নিন।

৪. ব্র্যান্ড
ভালো ব্র্যান্ডের অন্তর্বাস সাধারণ বহু মানুষেরই মানিয়ে যায়। এগুলো আরামদায়ক হওয়ার সম্ভাবনাও বেশি। তাই ব্র্যান্ডের একটি আলাদা মূল্য আছে।



মন্তব্য চালু নেই