উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যদের শপথ
রাজশাহী বিভাগের উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।
এ সময় হেলালুদ্দীন আহমদ বলেন, নারীর ক্ষমতায়ন পুরোপুরি বাস্তবায়ন ছাড়া উন্নয়নের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। বর্তমান সরকার সেই কাজটিই করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি ইকবাল বাহার ও স্থানীয় সরকার বিভাগের রাজশাহী পরিচালক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিভাগের ৮ জেলার সর্বমোট ১৮৬ জন নারী সদস্যকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার।
মন্তব্য চালু নেই