উপজেলা ছাত্রদল সভাপতিকে পিটিয়ে হত্যা
জেলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাকে (২৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় ঘটে। শনিবার ভোর ৫টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাজ্জাক উপজেলার জিন্নাগড় গ্রামের মো. হোসেনের ছেলে।
নিহতের ভাই আলামিন জানান, রাতে খাবার খেয়ে রাজ্জাকসহ তার বন্ধুরা উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের বাঁধে আড্ডা দিচ্ছিল। এ সময় একদল সন্ত্রাসি তার উপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে।
খবর পেয়ে পরিবারে লোকজন তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসরা তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। শনিবার ভোর ৫টার দিকে ভোলা সদর হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই