উত্তবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
বগুড়ার নশরৎপুরে লালমনি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইচ্যুত হওয়ায় উত্তবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে কোনো যাত্রী হতাহত হয়নি।
শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে বোনারপাড়া-সান্তাহার রেল পথে নশরৎপুর স্টেশনের কাছে ওই ট্রেনের বগিটি লাইচ্যুত হয়।
জানা গেছে, ঢাকা থেকে লালমনিরহাটগামী আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস সান্তাহার জংশন স্টেশনে যাত্রাবিরতির পর সকাল ৭টায় লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটি আদমদীঘি স্টেশন অতিক্রম করার পর নশরৎপুর স্টেশনের কাছে পৌঁছলে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়।
এদিকে লালমনি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় বোনারপাড়া- সান্তাহার এবং লালমনিরহাট- সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনের আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। ফলে হাজার-হাজার যাত্রীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম জানান, লাইচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধার কাজ শুরু হয়েছে।
মন্তব্য চালু নেই