উঠতে শুরু করেছে নতুন পিয়াজ কমতে শুরু করেছে বাড়তি বাজার

উত্তরাঞ্চলের মধ্যে পিয়াজ আবাদে খ্যাত পাবনার সুজানগরে উঠতে শুরু করেছে নতুন পিয়াজ। সেই সাথে গত সপ্তাহ থেকে উপজেলার অধিকাংশ হাট বাজারে কমেছে পিয়াজের বাড়তি বাজার দর। বর্তমান বাজার ভালো থাকায় খূশি কৃষকরা।

উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর উপজেলায় পিয়াজ আবাদের লক্ষমাত্রা নির্ধারিত হয়েছিল ১৫ হাজার ৭ শ ৬০ হেক্টর জমি। কিন্তূ আবহাওয়া ভালো থাকার কারনে তা ১ শ হেক্টর বৃদ্ধি পায়।

গত সপ্তাহে প্রতি মন পিয়াজের বাজার দর ছিল ১৪-১৫ শ টাকা। এ সপ্তাহে তা ১০-১১ শ টাকা। এতে ক্রেতা বিক্রেতা উভয় খুশি।
বর্তমান বাজার মুল্যে বিঘা প্রতি জমিতে উৎপাদন খরচ বাদে লাভ থাকছে ৩০-৪০ হাজার টাকা।



মন্তব্য চালু নেই