উজিরপুরে এক সংখ্যালঘুর উপর হামলা, মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে গেছে হামলাকারিরা
উজিরপুরের সাতলা ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে একটি যৌথ মৎস্য ঘেড়ের কপাট চুরির ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু অধ্যুশিত রাজাপুর গ্রামের খৃষ্টান সম্প্রদায়ের মৃত মেঘনাথ মন্ডলের ছেলে পৌল মন্ডল (৪২) কে মঙ্গলবার রাত সারে আটটায় রাজাপুর স্লুইচ গেটের কাছে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে গেছে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাজাহান বিশ্বাস ও তার ছেলে আকতার বিশ্বাস,জসিম বিশ্বাস,শিবলী বিশ্বাস সহ তাদের সহযোগী রেজবী বালী,রাজ্জাক তালুকদার,রুবেল ফকির সহ একাধিক সন্ত্রাসীরা ।
মঙ্গলবার রাতেই স্থানীয়রা অজ্ঞান অবস্থায় পৌল মন্ডল কে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেছে,উজিরপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সব্যসাচী দাস সানি জানিয়েছেন আহত পৌলের মাথায় গুরুতর কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। আহত পৌল মন্ডলকে উদ্ধার কারি ষ্টিফেন মন্ডল জানান রাজাপুরের একটি যৌথ মৎস্যঘেড়ের নেট,পাটা ও কপাট চুরি করে আকতার বিশ্বাস,এঘটনায় পৌল মন্ডল প্রত্যক্ষদর্শি হিসাবে সাক্ষী দেওয়ায় সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।এ ব্যাপারে উজিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য চালু নেই