উজিরপুরের সাতলায় জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠান

বরিশাল প্রতিনিধি : জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও বরিশাল ২ আসনের সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে যারা হত্যা করে পৃথিবীর ইতিহাসে যে কলংকের কালিমা লাগিয়েছিলো তারা গোটা বাঙালী জাতিকেই পাকিস্তানি বানাতে চেয়েছিলো। মেজর জিয়ার হাত ধরেই তারা এ অপকর্মগুলো করেছে এবং আগুন দিয়ে পেট্রল বোমা মেরে রাস্তার সাধারন মানুষদের জালিয়ে মারার নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্ধনেই নরপশুরা ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো।

শুক্রবার বিকালে উজিরপুরের সাতলা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতিয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ ইউনুস এ কথা বলেন।

ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আঃ মালেক মাষ্টারের সভাপতিত্বে এবং রুহুল আমিন বালীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,উপজেলা আ”লীগের সভাপতি এস,এম,জামাল হোসেন,সাবেক সভাপতি ও সাতলা ইউপি চেয়ারম্যান আঃ খালেক আজাদ, সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন, পরিমল কুমার বাইন অনু,ইউনিয়ন সম্পাদক মোঃ ইদ্রিস সরদার, যুবলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন বালী প্রমুখ।



মন্তব্য চালু নেই