উখিয়ায় ভ্রাম্যমান আদালতের সাড়াশি অভিযানি
পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে উখিয়া উপজেলা ব্যাপী সাড়াশি অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনির মোড়কে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করতে এ অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিবলী নোমান এর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত দক্ষিণ ষ্টেশনস্থ বিছমিল্লাহ অটো রাইচ মিলের স্বত্ত্বাধিকারী আলা উদ্দিন চৌধুরী, ফরিদ আলম, শামশু উদ্দিন চৌধুরী, আলিফ রাইচ এজেন্সীর মালিক আব্দুল হক ও মদিনা রাইচ মিলের মালিক মোঃ ওমর ফারুক সহ ৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) জানান, পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক আইন ২০১০ বাস্তবায়নে সারা দেশব্যাপী সাড়াশি অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান শুরু করা হয়েছে। পরবর্তীতে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে পলিথিন ব্যবহারে নিস্ক্রিয় করে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হবে।
মন্তব্য চালু নেই