২৪ ঘন্টার আল্টিমেটাম, কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধের ঘোষণা

উখিয়ায় কলেজ ছাত্র অপহরণের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কক্সবাজারের উখিয়া কলেজের ২য় বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন সোহাগ অপহরণের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে কলেজ গেইটে মানববন্ধনত্তোর প্রতিবাদ সমাবেশে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা বলেছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অপহৃত ছাত্র সোহাগকে উদ্ধার করতে ব্যর্থ হলে ছাত্র, অভিভাবক কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করতে বাধ্য হবে।

বক্তারা বলেন, অপহরণকারীদের অপহরণ রহস্য উদ্ঘাটন করা না হলে নিরাপত্তাহীনতার অভাবে ছাত্রছাত্রীদের পড়ালেখাসহ স্বাভাবিক জীবন যাপন প্রশ্নবিদ্ধ হবে। অবিলম্বে অপহরণকারীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ চলাফেরার উপর পুলিশ প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন, উখিয়া কলেজের অধ্যক্ষ এম.ফজলুল করিম, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক অজিত দাশ, অধ্যাপক ফরিদুল আলম, অধ্যাপক আলমগীর, কলেজ শাখা ছাত্র শিবিরের সাংগঠনিক সেক্রেটারী সাইফুল ইসলাম মাসুম, কলেজ ছাত্রলীগ নেতা নুরুল আমিন মানিক, মিশকাত চৌধুরী, ইশতিয়াজ ইমরান, রাসেল, সোহাগ, জসিম উদ্দিন।

জানা গেছে, গত ২২ ফেব্র“য়ারী উখিয়া কলেজ থেকে ফিরে থাইংখালী স্টেশনে স্থানীয় থাইংখালী মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফেজ শাহ আলমের ছেলে উখিয়া কলেজে ২য় বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন সোহাগকে অপহরণ করে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে হাফেজ শাহ আলম বাদী হয়ে উখিয়া থানায় একটি অভিযোগ করেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে উখিয়া থানা পুলিশ থাইংখালী গ্রামের জানে আলমের ছেলে আব্দুল্রাহ আল নোমান তারেক(২২) ও রহমতের বিল গ্রামের গফুরের ছেলে হামিদুল হক(২৩) কে আটক করলেও অপহৃত কলেজ ছাত্রকে গত ১১ দিনেও উদ্ধার করতে না পারায় অপহৃত পরিবারের মাঝে নেমে এসেছে উদ্বেগ উৎকণ্ঠা।

পুত্র শোকে কাতর হাফেজ শাহ আলম জানান, তার পুত্র বেঁচে আছে কিনা সন্দেহ। যেহেতু অপহরণকারী চক্র বিভিন্ন সময়ে এক এক রকম মুঠোফোনে হুমকি প্রদর্শণ করছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান জানান, অপহৃত কলেজ ছাত্রকে উদ্ধারের জন্য সবরকমের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।



মন্তব্য চালু নেই