উইকেট সহজ ছিল না: তামিম

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ৫৮ বল খেলে ৮৩ রানে অপরাজিত থাকেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ফলে, ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি।

ম্যাচ শেষে তামিম ইকবাল সাংবাদিকদের মুখোমুখি হন। এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ঘরোয়া টি-টোয়েন্টি লীগ খেলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। তারা লেংথ ও লাইন বজায় রেখে ভাল বল করেছে। উইকেট সহজ ছিল না। আমি মনে করি, আমরা ১৫ রান কম করেছিলাম। আমরা গরম আবহাওয়া থেকে এসেছি। এখানকার আবহাওয়া ভিন্ন। এ কারণে আমাদের শ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে।

বাছাইপর্বে আগামী ১১ ও ১৩ মার্চ টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও ওমান। এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই সুপার টেন পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।



মন্তব্য চালু নেই