উইকেট নিয়ে দুশ্চিন্তায় ক্লার্ক
গ্যাবার উইকেট তার খুব চেনা। তারপরও নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে এই মাঠের পিচ নিয়ে উদ্বিগ্ন মাইকেল ক্লার্ক। কারণ মুষলধারে বৃষ্টিপাত। এমন পরিস্থিতিতে শনিবার উইকেটের আচরণ কেমন হবে, তা নিয়ে এক প্রকার দুশ্চিন্তায়ই আছেন অসি কাপ্তান। আগামীকাল (শনিবার) সকাল সাড়ে নয়টায় এ পুলের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের প্রস্তুতিও।
সাইক্লোন ম্যার্সিয়ার প্রভাবে অস্ট্রেলিয়ার অনেক এলাকা এখন বিপর্যস্ত। এর মধ্যে ব্রিসবেনও অন্যতম। শুক্রবার সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেন, ‘আমরা কন্ডিশন সম্পর্কে ভালো জানি। সারা দিন কাভারে ঢাকা থাকায়, উইকেট কিছুটা ভেজা থাকবে। এই উইকেটে খেলা কঠিন হবে। তাই যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিতে হবে।’ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। অন্য দিকে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। ক্লার্ক বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ওদের খেলাটা আমি দেখেছি। ওদের হারাতে আমাদের সেরাটা খেলতে হবে।’
অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষেই প্রথম সিরিজ খেলেছিলে মাইকেল ক্লার্ক। ফলে বাংলাদেশ সম্পর্কে তার ধারণা বেশ ভালোই। ‘বাংলাদেশ দলকে আমরা খুব ভালো ভাবে জানি। ওদের ব্যাপারে অনেক গবেষণা করেছি, অনেক ফুটেজ দেখেছি। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে ওদের সঙ্গে আমি খেলেছি। আমরা জানি, ওদের অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে।’
বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার একমাত্র পরাজয় ২০০৫ সালে কার্ডিফে। যে ম্যাচে পাচ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ঐ ম্যাচে খেলেছিলেন মাইকেল ক্লার্কও। সেই স্মৃতি সম্পর্কে ক্লার্ক বলেন, ‘আমি বাংলাদেশের কাছে আগেও হেরেছি। আমি জিম্বাবুয়ের কাছেও হেরেছি। কোনো দলকেই হালকাভাবে নেয়া যাবে না। বাংলাদেশকে কোনোভাবেই আমরা খাটো করে দেখছি না। ইংল্যান্ডের বিপক্ষে যেমন প্রস্তুতি নিয়েছিলাম তেমন প্রস্তুতি নিতে হবে আমাদের।’
মন্তব্য চালু নেই