উঁকি-ঝুকির বিড়ম্বনা আর নয়!

বাসে ট্রেনে অথবা ক্লাস রুমে, অন্যের ল্যাপটপে উঁকি-ঝুকি দেওয়ার বদ অভ্যাস নতুন নয়। ধরা যাক আপনি ল্যাপটপে আপনার কোনও ব্যক্তিগত জিনিস বা তথ্য দেখছেন, ঠিক সেই সময়ই আপনার পাশ থেকে আপনার কোনও বন্ধু বা কোনও অপরিচিত লোক আপনার ল্যাপটপে উঁকি দিয়ে আপনাকে বিরক্ত করছেন।

আপনি কিছু বলতেও পারছেন না ভদ্রতার খাতিরে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ল্যাপটপটাই দিলেন বন্ধ করে। সেসবের দিন এবার শেষ হচ্ছে। সৌজন্য টেক জায়ান্ট এইচপি। এই ভিজুয়াল হ্যাকিং থেকে ব্যবহারকারীদের মুক্তি দিতে তারা বাজারে আনছে প্রাইভেসি স্ক্রিন যুক্ত ল্যাপটপ।

চলতি বছরের শেষ অথবা নতুন বছরের শুরুতে তারা এই নতুন প্রযুক্তির স্ক্রিন আনবে বলে সংস্থার দাবি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রযুক্তির এই স্ক্রিনে আপনার পাশে বসা ব্যক্তি চাইলেও আপনার ল্যাপটপের স্ক্রিন দেখতে পাবেন না। তবে নয়া এই প্রযুক্তি গ্রাহকদের কতটা পছন্দ হয় সেটাই দেখার।



মন্তব্য চালু নেই