‘ঈশ্বর প্রদত্ত স্লোয়ার মুস্তাফিজ পেয়েছে’
‘দ্বিতীয়’ জীবন পেয়ে ভারতীয় দলের মূল বোলার হয়ে উঠেছেন আশিষ নেহেরা।
ফর্মহীনতার কারণে জাতীয় দলের বাইরে ছিলেন অনেক বছর। এরপর ফর্মে ফিরে নেহেরা এখন জাতীয় দলের মূল ভরসা। মহেন্দ্র সিং ধোনির লিডিং পেসার বাহাতি এ পেসার।
বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে আসলেন আশিষ নেহেরা। বাহাতি পেসার হিসেবে বিস্ময়কর মুস্তাফিজুর রহমান কেমন?
৩৬ বছর বয়সি আরেক বাহাতি পেসার নেহরার কাছে জানতে চাওয়া হলে বলেন,‘সীমিত পরিসরের ক্রিকেটে মুস্তাফিজুর রহমান দারুণ। বিশেষ করে যে স্লোয়ার সে ম্যাচে ব্যবহার করে সেটা এক কথায় অনন্য। ঈশ্বর প্রদত্ত এটি স্লোয়ার বল পেয়েছে সে। ওর বোলিং অ্যাকশনও দারুণ। প্রতিভাবান ও সম্ভাবনাময় ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের জন্যে সে বড় সম্পদ।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে) মুস্তাফিজ-নেহরা খেলবেন একই দলে। সানরাইজার্স হায়দ্রাবাদ মুস্তাফিজুর রহমানকে নিলামে কিনে নিয়েছে ১ কোটি ৪০ লাখ রূপিতে। ‘কাটারমাস্টার’ মুস্তাফিজকে পেয়ে রোমাঞ্চিত নেহরা। বাহাতি এ পেসারের ভাষ্য,‘আইপিএলের আমরা দুজন এক দলের হয়ে খেলব। বেশ ভালো একটি ব্যাপার এটি। ওকে পাওয়াতে আমার জন্যও খুব ভালো হবে। এরকম প্রতিভাবান ক্রিকেটার যেকোনো দলের জন্যে বড় পাওয়া।’
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু মুস্তাফিজুর রহমানের্। নিজের প্রথম সিরিজে মুস্তাফিজ বিস্ময় ছড়ান। ভারতের বিপক্ষে ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে পুরো ক্রিকেট বিশ্বের আলো নিজের কাছে টেনে নেনে বাংলার এ ক্রিকেটার। দেশের মঞ্চ মাতিয়ে মুস্তাফিজ এখন বিশ্বমঞ্চ মাতানোর অপেক্ষায়। বিশ্বকাপের নিজের প্রথম ম্যাচে পেয়েছেন ২ উইকেট। ভারতের বিপক্ষে জ্বলে উঠতে পারলে বাংলাদেশ যে ম্যাচ জিতবে তা বলার অপেক্ষা রাখে না।
মন্তব্য চালু নেই