ঈশ্বরদীতে ১’শ ২৫ বোতল ফেন্সিডিলসহ স্কুল ছাত্র আটক

ঈশ্বরদী উপজেলার পুরাতন ঈশ্বরদী থেকে রবিবার রাতে ফেন্সিডিল প্যাকিং করার সময় ১’শ ২৫ বোতল ফেন্সিডিলসহ স্কুল ছাত্র সাইফুল ইসলাম হৃদয়কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার পুরাতন ঈশ্বরদীর হেলাল ড্রাইভারের ছেলে। সাইফুল সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্র।

গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাশের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ফেন্সিডিল প্যাকেটিং করার সময় সাইফুল ইসলাম হৃদয়কে গ্রেফতার করেছে। এ সময় অপর আসামি সাইফুল ইসলাম হৃদয়ের পিতা হেলাল উদ্দিন পালিয়ে যায়। হেলাল উদ্দিন সরকার ট্ভেলসের গাড়ি চালক বলে পুলিশ জানান।

এই বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আবু ওবায়েদ জানান, মাদক দ্রব্য আইনে আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অপর পলাতক আসামি হেলালকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। গ্রেফতারকৃত সাইফুলকে পাবনা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই