ঈশ্বরদীতে আগুন দিয়ে হত্যার চেষ্টা ।। লিচু গাছ সহ বাড়ি ভস্মিভূত
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2014/07/আগুন1.jpg)
পূব শত্রুতার জের ধরে বাড়িতে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে ব্যার্থ হয়েছে দুবৃত্তরা। তবে মুকুল সহ পুরে ছাই হয়েছে ৫টি লিচুগাছ সহ অন্য গাছ পালা।
সোমবার গভির রাতে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মানিক নগর মাঠপাড়া গ্রামের মৃত্যু সাত্তারের ছেলে শহিদুলের বাড়িতে এ ঘটনা ঘটে।
শহিদুলের স্ত্রী চায়না জানান, বেশ কিছু দিন ধরে এলাকার একটি চক্রের সাথে তাদের বিবাদ চলছিল, এরই জেরে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
শহিদুল জানান, বিষয়টি এলাকার গন্যমান্য ব্যাক্তিদের জানানো হয়েছে।
এ বিষয়ে ছলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার জানান, বিষয়টি শুনেছি। তবে কাজটি যেই করুক তার শাস্তি হওয়া উচিত।
মন্তব্য চালু নেই