ঈদ সেলফিতে জেমস

তিনি নগর বাউল জেমস। সচারচর তাকে সামাজিক অনুষ্ঠান পার্বণে দেখা যায় না। কিন্তু ঈদের দিনে তিনি এক পারিবারিক অনুষ্ঠানে সেলফি বন্দি হলেন। তাকে সেলফি বন্দি করেছেন প্রযোজক সৈয়দ ইরফান উল্লাহ এবং তার স্ত্রী ফামিদা ইরফান। জেমস পরিবারের সদস্যদের সঙ্গে এবারের ঈদটা ঢাকাতেই পালন করেছেন।



মন্তব্য চালু নেই