ঈদ আনন্দ দেশে দেশে! গেল দু’বছর বিশ্বের বিভিন্ন দেশের ঈদচিত্র দেখুন
রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’—এই খুশি বিশ্বের সব মানুষের জন্য। এ কারণে ঈদ এলে বিশ্বের প্রায় সব দেশে, বিশেষ করে মুসলিমপ্রধান দেশগুলোতে নামে আনন্দের ঢল। ঘরে ঘরে, পথে পথে ছড়িয়ে পড়ে এই আনন্দ। তবে বিভিন্ন দেশে ঈদ উদযাপনে রয়েছে নিজস্ব কিছু রীতি। সেই অনুযায়ী তারা অতিথিদের আদর-আপ্যায়ন ও অনুষ্ঠান করে থাকে।
আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য গেল দু’বছর বিশ্বের বিভিন্ন দেশের হাসি, আনন্দ আর হৃদয় ভাঙা অশ্রুসিক্ত কিছু ঈদচিত্র তুলে ধরা হলোঃ
পানামা সিটি, পানামা : ছোট্ট শিশুটি গভীর মনযোগ দিয়ে কি দেখছে?
রোমানিয়া : ঈদের দিন ঐতিহ্যবাহী স্কার্ফ পরিহিতা রোমানিয়ান এক মহিলা।
ফিলিস্তিন : এই শিশুটি একটা খেলনা বন্দুক নিয়ে আছে ঈদের দিন। তারা এত বেশী যুদ্ধ বিগ্রহ দেখে যে ছোট থেকেই তাদের মাথায় গেঁথে যায় এইসব। এই ছবিটি আর কয়েকদিন পরে কোন ফেসবুক পেজে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে ব্যবহার হওয়ার সমূহ সম্ভাবনা আছে।
বেনগাজী, লিবিয়া : ট্রাডিশনাল পোষাক পরে ঈদ আনন্দ করছে ঘৌড় দৌড়ের মাধ্যমে।
লাহোর, পাকিস্তান : লস্কর ই তৈয়্যবা জঙ্গি গ্রুপের প্রধান ঈদের নামাযের পরে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্য সেদিন খুব নিকটে যেদিন ফিলিস্তিন, কাশ্মীর ও বার্মার মুসলমানরা স্বাধীন পরিবেশে ঈদ করবে।
চীন : পূর্বঞ্চলের এই মুসলিমরা এক মসজিদের প্রাঙ্গণে উৎসবের খাবার খাচ্ছে।
নয়াদিল্লী, ভারত : মসজিদের বাইরে খাবারের জন্য অপেক্ষা করছে গৃহহীন মানুষেরা।
তেলাবিব, ইজরাইল : মুসলিম ও ইহুদীরা ঈদের ছুটি কাটাতে গেছে সী বিচে। সংগত কারনে ছবির কিছু অংশ ব্লার করে দিলাম। পাশাপাশি দু’জনের গেট আপে কত ভিন্নতা। একজন পুরোটাই ঢাকা, অন্যজন পুরোটাই খোলা।
নাইজেরিয়া : রাজার দীর্ঘজীবন কামনা করে প্রদর্শনী।
মরক্কো।
শ্রীনগর, কাশ্মীর, ভারত : মায়ের পর্দা সরে গিয়ে ঠেকেছে বাচ্চার জন্য।
শ্রীনগর, কাশ্মীর, ভারত : হিন্দু উগ্রপন্থীরা প্রাদেশিক সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এর আগে তারা কিছু দোকান পাট ভাংচুর করে। একটা উৎসবের দিনও তারা শান্ত থাকতে পারে না। বিশ্ব থেকে এই ধর্মীয় উগ্রবাদ নিপাত করতে হবে।
ব্রুকলিন, নিউ ইয়র্ক, ইউ এস।
কোন দেশ? ঠিকই ধরেছেন, পাকিস্তান! আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ঈদের দিন এক আত্মঘাতী বোমা হামলায় ৩৮ জন নিহত ও ৫০ এর অধিক আহত হয়। এক জাতি বটে পাকিস্তান!
করাচী, পাকিস্তান : যে জাতির এমন শিল্প মনন আছে তারা ধর্মীয় কারনে এত উন্মাদ হয় কি করে?
লন্ডন, ইংল্যান্ড : পার্কে বসে ঈদ উদযাপন।
বেইজিং, চীন : এক শিশু মনযোগ দিয়ে দেখছে।
নিউইয়র্ক, ইউ এস : বাঙ্গালী শিশুদের ঈদ আনন্দ।
নয়াদিল্লী, ভারত : ঈদের নাময আদায়।
শ্রীনগর, কাশ্মীর, ভারত : ঈদের দিনো সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এক মহিলাকে সরিয়ে নেয়া হচ্ছে।
কোপেনহেগেন, ডেনমার্ক : ঈদের জন্য সাজছে এক শিশু।
কায়রো, মিশর : মুসলিম ব্রাদারহুডের ঈদ।
মালাক্কা, মালয়েশিয়া : ঈদ কোলাকুলি।
ক্যালিফোর্নিয়া, ইউ এস : মহিলাদের ঈদ জামাতেও চলছে ফটোসশন।
আফঘানিস্তান : এক হামলায় প্রায় ১৪ জন মহিলা নিহত হয়। এ মৃত্যু উপত্যকায় ঈদের দিনটিও নিরাপদ নয়।
ফ্রান্স।
হায়দারাবাদ, ভারত : ইন্ডিয়ান নকশা।
মন্তব্য চালু নেই