ঈদে শাকিবের নায়িকা পড়শী

ঈদে বড় পর্দার নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে কণ্ঠশিল্পীর পড়শীর। ‘রানা পাগলা-দি মেন্টাল’ নামের ছবিতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে তাকে। ইতিমধ্যে শাকিব-পড়শীর একটি গানের ভিডিও এসেছে ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

গত ২ জুলাই প্রকাশের পর থেকে এখন পর্যন্ত দেড় লাখ বারেরও বেশি দেখা হয়েছে এটি। থাইল্যান্ডে দৃশ্যধারণ করা গানটিতে শাকিবের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন পড়শী। ‘মন নাজেহাল’ শিরোনামের গানটিতে ভারতীয় গায়ক শানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পড়শী।

লিখেছেন প্রসেন জিৎ, সুর ও সংগীত পরিচালনায় ডাব্বু। শামীম আহাম্মেদ রনি পরিচালিত ছবিটিতে শাকিবের বিপরীতে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও আঁচল। এ ছাড়াও আছেন মিশা সওদাগর। আইটেম গানে নেচেছেন মৌসুমী হামিদ।



মন্তব্য চালু নেই