ঈদে প্রথম ছাড়পত্র পেল কিস্তিমাত
সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে আশিকুর রহমান পরিচালিত ‘কিস্তিমাত’ সিনেমাটি। কোরবানির ঈদের এটিই সেন্সর পাওয়া প্রথম ছবি। ২২ সেপ্টেম্বর সোমবার সেন্সরবোর্ড বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র দিয়েছে বলে জানিয়েছেন এ ছবির পরিচালক।
একজন পুলিশ কর্মকর্তা একেবারেই খামখেয়ালিপানায় ব্যস্ত। কাজকর্মে তার মন নেই। কিন্তু এই ব্যক্তিই একসময় অসম্ভব সাহসী হয়ে ওঠেন। অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন তিনি। তার বুদ্ধির কাছে হার মানে প্রতিপক্ষ। এমনই একটি গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে কিস্তিমাত চলচ্চিত্রটি। আর এই পুলিশের চরিত্রে অভিনয় করবেন আরেফিন শুভ।
পরিচালক আশিকুর রহমানের দ্বিতীয় ছবি কিস্তিমাত। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ, আঁচল, মিশা সওদাগরসহ আরো অনেকে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে টাইগার মিডিয়া লিমিটেড এবং অভি কথাচিত্র
মন্তব্য চালু নেই