ঈদে পুরুষের চুলের স্টাইল
সৌন্দর্য সচেতনতায় উদাসীনতা কাটিয়ে আজকাল পুরুষরা বেশ এগিয়ে গেছে। যে কোনো উৎসবে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে পুরুষের চেষ্টার কমতি নেই। পুরুষের সৌন্দর্যের প্রধান আকর্ষণ চুল। চুলের স্টাইলের ভিন্নতার কারণেই পুরুষরা নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারেন। তাই ঈদের উৎসবে আপনার চুলের স্টাইল কেমন হবে তা ঠিক করে নিন এখনই।
স্পাইক কাট
আজকাল তরুণদের সবচেয়ে পছন্দ স্পাইক কাট। ছোট বড় মিলিয়ে চুলের এ কাটটি তরুণদের ভালো মানায়। ঈদে চাইলে আপনার চুলে স্পাইক কাট দিতে পারেন।
ক্লাসিক কাট
প্রাপ্তবয়স্ক পুরুষদের কাছে এ কাট বেশ জনপ্রিয়। এ কাট চেহারায় মার্জিত ভাব আনে। ঈদে পাঞ্জাবির সঙ্গে এ কাটও ভালো মানাবে।
বাজকাট
ইদানিং তরুণরা বাজকাট বেশ পছন্দ করছেন। সাধারণত ক্রীড়াপ্রেমীদের মধ্যে এ কাট বেশি জনপ্রিয়। এ কাটে চুল খুব ছোট করে কাটা হয় বলে গরমে বেশ আরামদায়ক।
ক্রু কাট
নিজেকে স্মার্টরূপে উপস্থাপন করতে তরুণরা চুলে এ কাট দিতে পারেন। এ কাটে মাথার পেছনে ও কানের উপরের দিকে চুল ছোট করে কাটা হয় এবং ক্রমান্বয়ে উপরের দিকে চুল বড় ও খাড়া করে রাখা হয়। ঈদে চুলের এ কাটে আপনাকে দেখাবে স্টাইলিশ।
ইমো কাট
ইমো কাটেও মাথার পেছনের দিকের চুল ছোট করে কাটা হয়। তবে সামনের দিকে চুল বড় রাখা হয় যেন কপালের উপর থাকে। এ কাটে তরুণদের বেশ আধুনিক দেখায়।
মন্তব্য চালু নেই