ঈদে তিশা-নিশোর লেটস ফ্লাই
বছরের শুরু দিকে ‘লেটস ফ্লাই’ শিরোনামে একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা ও আরফান নিশো। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় নাটকটি এবারের ঈদে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার করা হবে।
নাটকটির গল্পে দেখা যাবে, বিশ্ববিদ্যালয়ের র্যাগ ডে’তে কেউ গান গেয়ে শোনাচ্ছে, কেউ নেচে দেখাচ্ছে। সবার শেষে আসে নিশোর পালা। কিন্তু নিশো এসব কিছুই পারেনা। সে আজ গল্প বলতে এসেছে, একটি মেয়েকে ভালো লাগার কখা বলতে না পারার গল্প। একপর্যায়ে নিশো তার গল্প শেষ করলে দেখা যায়, ডান পাশের এক কোনায় তার গল্পের সেই মানুষটি বসে আছে। তিশার চোখে তখন হাসি-কান্না দুটোই।
এখানে অভিনয় করা প্রসঙ্গে নিশো বলেন, ‘নাটকটির গল্প ও নির্মাণশৈলী সম্পূর্ণ আলাদা। এখানে আমার চরিত্রে অনেক বৈচিত্র্য আছে। কাজটি করে আমার অনেক ভালো লেগেছে।’
লেটস ফ্লাই’ নাটকটিতে তিশা ও নিশো ছাড়া আরও অভিনয় করেছেন জেনী, আদনান, সাঈদ প্রমুখ। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
ঈদের পঞ্চম দিন রাত ১১টা ৫৫ মিনিটে ‘লেটস ফ্লাই’ নাটকটি আরটিভিতে প্রচার করা হবে।
মন্তব্য চালু নেই