ঈদে ‘ইত্যাদি’র ব্যতিক্রমী আয়োজন

প্রতিটি ঈদে ভিন্ন রকমের আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় ইত্যাদির এবারের আয়োজনে থাকছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের অংশগ্রহণে আলোচনা ও গান।

এবারের ঈদে ‘ইত্যাদি’র বিশেষ আয়োজনে অভিনেত্রী তারিনের উপস্থাপনায় ‘ছন্দে-সুরে’ শিরোনামে ব্যতিক্রমী একটি পর্ব। যেখানে আলোচনায় অংশ নিবেন মীর সাব্বির, অপূর্ব, মিলন। এছাড়াও থাকছেন কণ্ঠশিল্পী আগুন। আলোচনার ফাঁকে ফাঁকে গান গেয়ে শোনাবেন সবাই।

উল্লেখ্য, ফাগুন অডিও ভিশনের ব্যানারে নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত।



মন্তব্য চালু নেই