ঈদে আসছে ‘ধ্রুব’র নতুন এ্যালবাম ‘তুমি ভালবাস বলেই’
সেলিম রেজা, বিশেষ প্রতিনিধি: গত বছরের শুরুর দিকে প্রকাশিত হয়েছিল ‘ধ্রুব কুমার গুহ’র একক এ্যালবাম ‘শুধু তোমার জন্য’। এ্যালবামটি প্রকাশ হওয়ার পর টাইটেল ট্র্যাক ‘শুধু তোমার জন্য’ গানটি বেশ জনপ্রিয়তা পায়। যার ফলে গানটির ভিডিও নির্মাণ করে ইউটিউবে প্রকাশ করা হয়েছিল। ছিল বেশ জনপ্রিয়তা।
দর্শকদের সাড়া পেয়ে পরবর্তীতে ২য় গান ‘যে পাখি ঘর বুঝে না’র ভিডিও নির্মাণ করে আবারও প্রকাশ করা হয়েছিল ইউটিউবে। তাতেও ছিল ব্যপক জনপ্রিয়তা। যে কারণে আর ‘ধ্রুব কুমার গুহ’র পেছনে ফিরে তাকাতে হয়নি।
দর্শকদের সাড়া পেয়েই আবার নতুন এ্যালবাম নিয়ে আসা হচ্ছে এবারের ঈদে। শনিবার বিকেলে (২৭ আগস্ট ২০১৬) ‘ধ্রুব’র সাথে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে এ নতুন এ্যালবামের কথা জানান ‘ধ্রুব’।
এ্যালবামের নাম জানতে চাইলে সম্ভাব্য নাম বলেন ‘তুমি ভালবাস বলেই’। তবে এ্যালবামটির গানের কথা ও সুরের বিষয় জানতে চাইলে বলেন ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আহমেদ রিজভী সহ আরও দুইজন ব্যাক্তির নাম। তবে আশা করা যায় অন্যান্য গানগুলোর মতোই এই এ্যালবামের গানগুলোও সবার ভাল লাগবে।
মন্তব্য চালু নেই