ঈদের পর লন্ডন যাচ্ছেন খালেদা!

ঈদের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। শারীরিক চিকিৎসার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি এই সফর করবেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত বিএনপি নেতাদের কেউ বিষয়টি নিশ্চিত করে বলছেন না। সবার ভাষ্য, আমরাও আপনাদের (সাংবাদিক) মতো শুনছি। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি।

ইতিমধ্যে লন্ডন যাওয়ার ভিসা প্রস্তুতির কাজ শুরু হয়েছে বলেও জানা গেছে। সবকিছু ঠিক থাকলে হয়তো ঈদের সপ্তাহখানেক পড়ে খালেদা জিয়া লন্ডন যেতে পারেন। শেষ পর্যন্ত যাওয়া হলে তিন সপ্তাহ সেখানে অবস্থান করতে পারেন সাবেক এই প্রধানমন্ত্রী।

দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থবোধ করছেন। চোখের সমস্যার পাশাপাশি পায়ের গোড়ালির ব্যথাও বেড়েছে। যে কারণে ১৫ রমজানের পর থেকে কার্যালয়ে আসেননি তিনি।

এছাড়াও খালেদা জিয়া ছেলে, বউ ও নাতনির সঙ্গে সাক্ষাৎ করতে উদগ্রীব হয়ে আছেন। সবকিছু মিলিয়ে তিনি ঈদের পরে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেছেন। সেই অনুযায়ী চলছে প্রস্তুতি।

গত বছরের ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। ওই সময় তিনি এক চোখের ছানি অপারেশন করান। শারীরিক চেকআপও করান। তখন তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দুই মাস সময় কাটিয়ে দেশে ফেরেন।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘চেয়ারপারসনের লন্ডন যাওয়ার বিষয়ে কোনো শিডিউল হয়নি। এমন কিছু হলে আপনাদের (সাংবাদিক) জানানো হবে।’

খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আপনাদের মতো আমিও শুনছি ম্যাডাম (খালেদা জিয়া) লন্ডন যাবেন। তবে বিস্তারিত কিছু জানা নেই।’

তবে বিএনপির একজন সহ-সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘চেয়ারপারসন লন্ডন যাচ্ছেন এটা মোটামুটি চূড়ান্ত। ঈদের পরপরই যাওয়ার সম্ভাবনা আছে।’

আর নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার সম্ভাবনা আছে। এমন কথাবার্তাই চলছে।’

এদিকে খালেদা জিয়া ঈদের আগে না পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন তা নিয়েও দলের ভেতরে বাইরে চলছে নানা কথাবার্তা। কেউ বলছেন, ঈদের আগেই বাকি কমিটি ঘোষণা করা হবে, সেই লক্ষ্যে কাজ করছেন চেয়ারপারসন।

আবার কেউ বলছেন, লন্ডন থেকে ফেরার পরে কমিটি ঘোষণা করা হবে। সেক্ষেত্রে কমিটি নিয়ে যেসব জটিলতা তৈরি হয়েছে লন্ডনে তারেক রহমানের সঙ্গে সেসব বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেশে ফিরে কমিটি দেবেন। ঈদের আগে আংশিক কমিটি ঘোষণা করা হতে পারেও বলে শোনা যাচ্ছে।ঢাকাটাইমস



মন্তব্য চালু নেই