ঈদের দিন, তবু খুশি থাকতে পারছি না : আঁখি আলমগীর

সংগীতশিল্পী আঁখি আলমগীর সাধারণত প্রতি ঈদের দিন নিজেই রান্না করেন। আজও নিজের হাতে রান্না করবেন। রান্না করে সবাইকে খাওয়াতে তাঁর অনেক ভালো লাগে। তবে তাঁর মন আজ ভীষণ খারাপ। রাজধানীর গুলশানে গত শুক্রবার হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় বিপথগামী কয়েকজন তরুণের হাতে নির্মমভাবে মারা যান ২২ জন। এ ঘটনায় অন্য সবার মতো খুবই মর্মাহত তিনি।

সেদিন গুলশানের একটি শুটিং হাউসে ঈদের অনুষ্ঠানের শুটিং করছিলেন তিনি। নিজের কানে গোলাগুলির আওয়াজ শুনেছেন। ঘটনাটি কোনোভাবেই ভুলে যেতে পারছেন না।

এ বিষয়ে আঁখি বলেন, ‘আজ শুধু আমি মা-বাবার সঙ্গে দেখা করব। কিন্তু বাইরে কোথাও ঘুরতে বের হব না। এমনকি বন্ধু-বান্ধবের বাসায়ও যাব না। ঈদের দিন, তবু খুশি থাকতে পারছি না। জীবনে প্রথম এ রকম লাগছে। আজ সারা দিন বাসাতেই কাটিয়ে দেব। বাসায় আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব এলে আপ্যায়ন করব। এর বেশি কিছু নয়।’

বিভিন্ন চ্যানেলে ঈদ অনুষ্ঠানমালায় আঁখি আলমগীরের গান পরিবেশনা থাকবে। এ ছাড়া বেশ কিছু টক শো অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। তবে সব অনুষ্ঠান আগে থেকেই রেকর্ড করা হয়েছে বলে জানান আঁখি আলমগীর।



মন্তব্য চালু নেই