ঈদকে ঘিরে মানুষের নিরাপত্তা দেয়ার দাবি বিএনপির

ঈদের আগে ঘরমুখো মানুষ যেন নিরাপদে তাদের পরিবারের কাছে যেতে পারে তার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজামান রিপন।

সোমবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সরকারকে উদ্দেশ্য করে রিপন বলেন, ঈদকে সামনে রেখে রাস্তাঘাট নিরাপদ করার পদক্ষেপ গ্রহণ করুন যাতে জনগণ ডাকাতের কবলে না পড়ে। এটা বিএনপির পক্ষ থেকে আগাম সর্তকবার্তা হিসেবে বিবেচনা করবেন।

আসাদুজামান রিপন১তিনি অভিযোগ করে করেন, ইতোমধ্যে ট্রেন, বাস ও লঞ্চের টিকিট কালোবাজারিদের হাতে চলে গেছে। বিআরটিসি বাসে টিকিট পাওযাই যাচ্ছে না। এগুলো নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ঈদ শেষে যাতে জনগণ তাদের কর্মস্থলে নিরাপদে ফিরতে পারে তার ব্যবস্থাও সরকারকারকে গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল , শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই