ইয়েমেনের রাজধানী হাউথি গোষ্ঠীর দখলে
ইয়েমেনের রাজধানী সানার রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অফিসসহ অধিকাংশ সরকারি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির শিয়া সশস্ত্র সংগঠন হাউথি। এছাড়াও দেশটির উত্তরাঞ্চলের সেনা ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে সংগঠনটি।
এ সময় সরকার সমর্থক সেনাবাহিনীর সঙ্গে হাউথির সদস্যের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অসংখ্য মানুষ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বাসিন্দা। এ সময় তিনি দেশটির প্রেসিডেন্টের সমালোচনা করে নিজেরে পদত্যাগ পত্র জমা দেন।
ঘটনাস্থলে উপস্থিত আলজাজিরার প্রতিবেদক মোহাম্মদ ভ্যালের মতে দেশটিতে ধীর গতির একটি সেনা অভ্যুত্থান ঘটতে যাচ্ছে। তিনি আরো জানান, হাউথির সশস্ত্র সদস্যরা সেনা সদর দপ্তরের দিকে অগ্রসর হচ্ছে।
এদিকে বিদ্রোহী সংগঠনটির এই্ আচরণের ফলে সরকার ও তাদের মধ্যেকার যুদ্ধবিরতি চুক্তির সম্ভবনা অনেকটাই নষ্ট হয়ে গেল। এর আগে শনিবার জাতিসংঘের উদ্যোগে সরকার ও সংগঠনটির মধ্যে শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।
মন্তব্য চালু নেই