ইয়াবা ও ফেন্সিডিলসহ নারী আটক
রাজশাহী: রাজশাহীর বাঘায় ইয়াবা এবং ফেন্সিডিলসহ পারভীন আক্তার (৩৭) নামের এক নারীকে আটক করছে পুলিশ।
শুক্রবার গভীররাতে উপজেলার আড়ানী পিয়াদাপাড়া এলাকা থেকে তাকে বাঘা থানা পুলিশ আটক করে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুস সবুর জানান, উপজেলার আড়ানী পিয়াদা পাড়া গ্রামের তসলিম আলীর স্ত্রী পারভীন আক্তার (৩৭) দীর্ঘদিন থেকে এলাকায় মাদক বিক্রি করে আসছিল।
রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ২০টি ইয়াবা বড়ি এবং ৪ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করে শনিবার পারভীন আক্তারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।


















মন্তব্য চালু নেই