ইয়াবার ছদ্মনাম কম্পিউটার!
ছোট্ট ছোট্ট কিছু রঙিন বড়ি। বাংলাদেশে তৈরি হয় না। আসে সীমান্ত পার হয়ে অবৈধপথে মিয়ানমার থেকে। অবৈধপথে দেশে প্রবেশের সময় এই রঙিন বড়ি ইয়াবার নাম হয়ে যায় কম্পিউটার। আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে আর নিজেদের মধ্যে সহজ যোগাযোগের জন্য এই নাম দিয়েছে চোরাকারবারি আর মাদক ব্যবসায়ীরা।
অবৈধপথে দেশে প্রবেশ করা এই ইয়াবার নেশায় এখন বুঁদ হয়ে থাকে বাংলাদেশের লাখো তরুণ-তরুণী। ক্ষুদ্র এই নেশার বড়ি ক্রমান্বয়ে ধ্বংস করে দিচ্ছে দেশের অমিত সম্ভাবনার যুবসমাজকে। শুধু পুরুষরাই নন, অবৈধ অথচ লাভজনক এই ব্যবসায় ঝুঁকছেন নারীরাও।
ভিডিও:
সুত্র: এনটিভি
মন্তব্য চালু নেই