ইসি সাক্ষী গোপাল : বিএনপি
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ডসহ কেন্দ্র দখল, ভোট কারচুপি ও মারামারির অভিযোগ নির্বাচন কমিশনে (ইসি) দিলেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে সাক্ষী গোপালের ভূমিকা পালন করছে বলে দাবি করেছে বিএনপি।
শনিবার বিকেলে দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রাকিব উদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাত করে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান সাংবাদিকদের আরো বলেন, এটি অর্থহীন নির্বাচন। এই নির্বাচনে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন ঘটবে না। যেখানে জবরদস্তি করে সরকারি দলের প্রার্থীরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করবে এবং সেটার সাক্ষী গোপাল থাকবে নির্বাচন কমিশন। এ ধরনের নির্বাচনের কোনো অর্থ হয় না।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুটি ধাপে ব্যাপক অনিয়ম, সহিংসতা ও ভোট কারচুপির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ প্রায় ৩৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগেও বিএনপি একাধিকবার ইসিতে গিয়ে এই নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে।
ইসির ঘোষণা অনুযায়ী চতুর্থ ধাপে ৭ মে, ৫ম ধাপে ২৮ মে ও ৬ষ্ঠ ধাপে ৪ জুন ভোট হওয়ার কথা রয়েছে।
মন্তব্য চালু নেই