ইসি বা সার্চ কমিটিতে নারী প্রতিনিধি চায় না খেলাফত আন্দোলন
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের দাবি জানিয়েছে গণফোরাম, গণতন্ত্রী পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন জানিয়েছেন, নির্বাচনে টাকার খেলা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নিজেই আফসোস করেছেন। আর খেলাফত আন্দোলন বলেছে, তারা নির্বাচন কমিশন কিংবা সার্চ কমিটিতে কোন নারী প্রতিনিধি চায় না।
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় গণফোরাম যে নয়টি প্রস্তাব দিয়েছে, তার মধ্যে জোর দিয়েছে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নে। প্রধান বিচারপতি, শিক্ষাবিদ, নারী, ধর্মীয় সংখ্যালঘু ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে সার্চ কমিটির গঠনে তারা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেছে। নির্বাচনে কালোটাকার ব্যবহার নিয়েও কথা বলেছে গণফোরাম।
আইন প্রণয়নের দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি ও খেলাফত আন্দোলন। তবে প্রায় সব রাজনৈতিক দলই নারী প্রতিনিধি চাইলেও এর বিরোধী খেলাফত।
সোমবার বঙ্গভবনে জাসদ (আম্বিয়া), বাসদ, ইসলামী আন্দোলন ও বিকল্প ধারা বাংলাদেশ-এই ৪ দলের সাথে বৈঠক করবেন রাষ্ট্রপতি।
মন্তব্য চালু নেই