ইসি নিয়ে বিএনপির সমালোচনার অধিকার নেই : হানিফ
বিএনপি-জামায়াত জোটের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, যারা ক্ষমতায় থাকাকালীন আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে সমালোচনা করার অধিকার তাদের নেই।
শনিবার রাজধানীর মিরপুর ১০ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা সফল করার লক্ষ্যে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
হানিফ বলেন, নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতি সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্বচ্ছভাবে সবার সঙ্গে কথা বলে পরবর্তী কমিশন গঠন করবেন।
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র থেমে নেই, চক্রান্ত চলছে। সরকারের পতন ঘটাতে বিএনপি এবং জামায়াত এখনো তৎপর। প্রতিকূলতা এবং বার বার ষড়যন্ত্র মোকাবেলা করে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছেন শেখ হাসিনা।
ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আসাদুজ্জামান খান কামাল, সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
মন্তব্য চালু নেই