‘ইসলামী ব্যাংকের মুনাফা কোথায় যেত, খতিয়ে দেখা হবে’
এত দিন ইসলামী ব্যাংকের মুনাফা কোথায় যেত, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন, ‘এত দিন ব্যাংকটির মুনাফা কোথায় যেত, তা খতিয়ে দেখা হবে। আর ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের যে পরিবর্তন এসেছে, তা ব্যাংকটির শেয়ার হোল্ডারদের ইচ্ছাতেই হয়েছে।’
রোববার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এর একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
এমসিসিআইয়ের প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে ভ্যাট আইন কার্যকরসহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন।
মন্তব্য চালু নেই