ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫৩ শিক্ষার্থী নিখোঁজ

কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনুপস্থিত ৫৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আমানুর আমান জানান, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ২৫ বিভাগের ৫৩ অনুপস্থিত শিক্ষার্থীর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে অনুপস্থিত থাকার সঠিক কারণ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে জানাতে হবে। অন্যথায় অনুপস্থিত শিক্ষার্থী অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে গণ্য করা হবে।



মন্তব্য চালু নেই