ইসলামী ঐক্যজোটের সম্মেলনে প্রধান অতিথি খালেদা

২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ইসলামী ঐক্যজোটের জাতীয় সম্মেলন অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২০ দলী জোট নেত্রী বেগম জিয়া।

সম্মেলনে সভাপতিত্ব করবেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব।

বুধবার ঐক্যজোটের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা ডা. মাওলানা শওকত আমীন (পীরসাহেব বি-বাড়িয়া) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

অপরদিকে, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বুধবার জাগো নিউজকে জানান, বিএনপি চেয়ারপারসন আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী ঐক্যজোটের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।



মন্তব্য চালু নেই