প্রায় ২ কোটি টাকা ব্যায়ে নির্মিত ॥ হস্তান্তরের আগেই
ইসলামপুর ইউপি ডিজিটাল সেন্টারের রেকটিফায়ার দেড়মাস ধরে বিকল
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে ১ কোটি ৯০ লক্ষ টাকা ব্যায়ে নির্মান করা ব্রডব্যান্ড লাইনের সংযোগ স্থাপন করা হয়েছে। তবে বালিয়াকান্দি উপজেলা টিএনটি ও ইসলামপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের রেকটিফায়ার বিকল হয়ে পড়ায় সাধারন মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
ইসলামপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রমজান আলী জানান, ১ কোটি ৯০ লক্ষ টাকা ব্যায়ে ব্রডব্যান্ড লাইন স্থাপন করা হয়েছে। প্রায় দেড় মাস যাবৎ রেকটিফায়ার বিকল হয়ে পড়েছে। বারবার ফরিদুর টিএনটিকে অবগত করা হলেও কোন প্রকার পদক্ষেপ গ্রহন করেনি। এতে নানা ভাবে হয়রানীর শিকার হতে হচ্ছে।
সুত্রজানিয়েছেন, এস,এন,এস কোম্পানী বৃহত্তর ফরিদপুর জেলার কয়েকটি উপজেলাতে এ কাজ করেছে। তবে বেশির ভাগ কাজ করার পর হস্তান্তরের আগেই বিকল হয়ে পড়েছে। অভিযোগের স্তুপ জমা পড়েছে ফরিদপুর বিটিসিএল অফিসে। তবে কোম্পানী এর সুরহায় ব্যবস্থা গ্রহনে গড়িমসি করছে।
এ ব্যাপারে ফরিদপুর টিএনটির সহকারী প্রকৌশলী বিজয় সরকার জানান, এস,এন, এস নামে একটি কোম্পানী কাজটি করেছেন। আমাদের নিকট এখনও বুঝে দেননি। বিকলের বিষয়টি তাদেরকে জানানো হয়েছে।
মন্তব্য চালু নেই