ইশান্ত শর্মা এবারের আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটার
এবারের আইপিএলের নিলামে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বেস প্রাইজের দিক থেকে সবচেয়ে বেশি দর পাচ্ছেন ইশান্ত শর্মা।
বিশ্বের সাত ক্রিকেটার এবার বেস প্রাইজে দুই কোটি রুপি দর পেয়েছেন। ইংল্যান্ডের ইয়ন মরগ্যান, বেন স্টোকসদের সঙ্গে এই তালিকায় রয়েছেন ইশান্তও।
বিশে ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে আইপিএলের নিলাম। এবারের নিলামে একশো ষাটজন আন্তর্জাতিক ক্রিকেটার অংশ নেবেন।
এবছরই শেষ হয়ে যাবে ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে সব ক্রিকেটারের চুক্তি।
সামনের বছর আবার নতুন করে নিলামে অংশ নিতে হবে সব ফ্র্যাঞ্চাইজিকে।
মন্তব্য চালু নেই