ইরফান পাঠানের ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা

রোববার মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। এজন্য ক্রিকেট ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ইরফানের টুইট, ‘খারাপ কারো সঙ্গে থাকার চেয়ে একা বসে থাকা ভালো। আর একা থাকার চেয়ে ভালো কিছু করা শ্রেয়তর। অন্যদিকে একেবারে নিশ্চুপ বসে থাকার চেয়ে জ্ঞান অন্বেষণকারীকে সঠিক পথের দিশা দেয়া ভালো। তবে খারাপ বাক্যের চেয়ে নীরবতা শ্রেয়তর।’ – হযরত মোহাম্মদ (সঃ)

প্রসঙ্গত, প্রায় এক হাজার ৪০০ বছর আগে আজকের এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান।

আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন এই মহামানব। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির ললিত বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।

ইসলাম ধর্ম মতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) নবুয়তের সিলসিলায় শেষ নবী। তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। মুসলিম সম্প্রদায় দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে।



মন্তব্য চালু নেই